বরিশালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের চাপায় রিকশাভ্যানের আহত চালকের মৃত্যু হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনা এ নিয়ে তিন জন নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় রোববার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ওই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। তবে আধাঘণ্টা পর পুলিশের আশ্বাসে তারা সরে যায়।
নিহতরা হলেন ৬৩ বছর বয়সী ফজলুল হক, ৪০ বছর বয়সী সুমি আক্তার ও ৪৫ বছর বয়সী ভ্যানচালক জয়নাল খান। আহত হয়ে চিকিৎসাধীন সুমির ৪ বছরের ছেলে তাওহীদ।
বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শ্যামলী পরিবহনের বাসটি কুয়াকাটা-ঢাকা রুটের। কুয়াকাটা থেকে বাসটি বরিশালে পৌঁছানোর পর দুপুর পৌঁনে ১২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
রহমতপুর ব্রিজের ঢালে পৌঁছালে সড়ক পার হতে যাওয়া একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। ভ্যানচালক ও এক শিশুকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউল আলম ফেরদৌস জানান, হাসপাতালে ভর্তি জয়নালের মৃত্যু হয় বেলা আড়াইটার দিকে। আর আহত শিশুকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
খুলনা গেজেট/এমএনএস