খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার নামের যুবক নিহত
  চট্টগ্রামে গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি

ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা শীর্ষক বেতার সংলাপ

গেজেট ডেস্ক

খুলনা মহানগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে ইউনিসেফ-এর সহযোগিতায় ‘ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।

সংলাপে প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এডিস মশার বংশ বিস্তাররোধে সবাইকে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ইউনিসেফ, খুলনা’র চিফ অব ফিল্ড অফিস মো. কাউসার হোসেন এবং ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. ইমরুল কায়েস প্যানেল আলোচক ছিলেন ।

বাংলদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মো. রোকনুজ্জামান বেতার সংলাপে স্বাগত বক্তৃতা করেন। ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পরিচালক মো. মামুন আকতার।

বেতার সংলাপে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!