খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

ডুমুরিয়ায় হাত ধোয়ার ওয়াস ব্লক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ইউএনডিপি এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ডুমুরিয়ার রূদাঘরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ীভাবে হাত ধোয়ার ওয়াস ব্লক তৈরি করা হয়। সোমবার বিকেলে ওয়াস ব্লকের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।

ওয়াস ব্লক উদ্বোধনকালে মোঃ ইকবাল হোসেন বলেন, ‘তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নানা ধরণের নাগরিক সেবা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে আসতে হয়। গ্রামীণ লোকজনের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে খুলনা জেলা প্রশাসন ইএএলজি প্রকল্পের আওতায় জেলার ৩০টি ইউনিয়নে পানি সরবরাহ এবং হাত ধোয়ার প্রয়োজনীয় সামগ্রীসহ স্থায়ীভাবে ওয়াস ব্লক তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এসময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করা, করোনাকালে নারী নির্যাতন প্রতিরোধ করা এবং দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, রূদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!