খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

ডুমুরিয়ায় তথ্য অধিকার ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন, দুর্নীতি দমন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা আজ (বুধবার) খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএএলজি) আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান সরকার সবকিছুতে স্বচ্ছতায় বিশ্বাস করে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেজন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন সরকারি অফিসের সেবা সংক্রান্ত তথ্য এবং উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করে। ফলে জনগণ সহজেই জানতে পারে তাদের ট্যাস্কের টাকা কোথায় ব্যয় হচ্ছে। তিনি তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

কর্মশালায় দুর্নীতি দমন বিষয়ে ডুমরিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, তথ্য অধিকার আইন বিষয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন এবং জেন্ডার বিষয়ে ডুমুরিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার আলোচনা করেন। সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি খুলনার জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।সূত্র : তথ্যবিবরণী।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!