ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। ১০ অক্টোবর মনোনয়ন পরিবর্তন করে সাবেক চেয়ারম্যান এড. প্রতাপ কুমার রায়কে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় অসাবধানতাবশতঃ দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হয়।
এর মধ্যে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদে সংশোধন করে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. প্রতাপ কুমার রায়কে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম