না ফেরার দেশে চলে গেলেন ডুমুরিয়ার সর্বজন শ্রদ্ধেয় ডুমুরিয়া এনজিসিএন্ডএনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রিয় শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস (৭৫) শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে,ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন বাংলা শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস (বীরেন স্যার) গত ১৯ মে সকালে ডুমুরিয়া চৌরঙ্গী মোড়ে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেল দুর্ঘটনার আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে খুলনায় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ডুমুরিয়া হাই স্কুলে শিক্ষক হিসাবে এতদাঞ্চলে হাজার হাজার ছাত্র রয়েছে তার। একজন আদর্শ শিক্ষক হিসেবে বীরেন্দ্র স্যারের পরিচিতি এলাকার সু-পরিচিত রয়েছে। এই প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক, আত্মার শান্তিকামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মোশারফ হোসেন মফিজ, যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক আসফার হোসেন জোয়ারদার। মৃত্যুকালে স্ত্রী ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।