“মিনি সুন্দরবন বাস্তবায়ন ও সংরক্ষণ পরিষদ” গঠনকল্পে গিভ বাংলাদেশ ও সোনামুখ পরিবারের যৌথ উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলার তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সাবেক সভাপতি, অধ্যক্ষ প্রফেসর মো. মাজহারুল হান্নান। অধ্যাপক মো. মাসুদ আলম গোলদার (টুলু) ‘র সঞ্চালনায় অনুস্ঠিত সভায় বক্তৃতা করেন এ এম কামরুল ইসলাম, গিভ বাংলাদেশ এর প্রেসিডেন্ট সাইফুল্লাহ মিঠু, মাগুরখালী ইউপি চেয়ারম্যান বাবু বিমল কৃষ্ণ সানা, ড. প্রফেসর আব্দুল গনি মোল্যা, অধ্যাপক মো. হুমায়ুন কবির মোড়ল, অধ্যাপক মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদ্দার, অধ্যাপক আবদুল হাই, এ্যাডভোকেট খালিদ হোসেন সোহাগ, এ্যাডভোকেট সন্দীপ দাশ, মাওলানা গোলাম রব্বানী, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার সুকুমার বৈরাগী নিউটন, জাহাংগীর হোসেন, প্রধান প্রধান শিক্ষক মো. হারুনার রশিদ, অঞ্জন মন্ডল, কামাল হোসেন, মাওলানা আব্দুল হাকিম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ডাঃ সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।
সভায় মিনি সুন্দরবন বাস্তবায়ন ও সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক মো. মাসুদ আলম গোলদার (টুলু) কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
খুলনা গেজেট/এএজে