খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের কাঞ্চননগর বাজার হতে খোকা সাহেবের ঘেরের বাসা পর্যন্ত রাস্তার ঢাল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে জনতা। বুধবার সকালে প্রায় অর্ধশত গ্রামবাসী একত্রিত হয়ে এ কাজ বন্ধ করে দেন।
স্থানীয় মুস্তাফিজুর রহমান মিঠু, দইপায়ন মিস্ত্রী, ইসমাইল খা, সঞ্জীব বৈরাগী, সত্য রঞ্জন সরকার, ধর্মদাস মন্ডল, মুকুল সরদার, দীনবন্ধু বৈরাগী, জামাল উদ্দিন শেখ ও নাহিদ শেখ অভিযোগ করে বলেন, কাঞ্চননগর বাজার হতে খোকা সাহেবের ঘেরের বাসা পর্যন্ত রাস্তার ঢাল নির্মাণের কাজ করছেন হাবিবুর রহমান বিশ্বাস নামে এক ঠিকাদার। তিনি বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে দায়সারা ঢাল নির্মাণের কাজ করছেন। বৃষ্টি হলেই এ ঢাল ভেঙে বিলীন হয়ে যাবে। যে কোন সময় বাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ঢালের মাটি গুলো ফেলানো হয়েছে ছড়ানো ছিটানোভাবে। কোথাও নিচু আবার কোথাও ডিবিপানা করে রাখা হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার হাবিবুর রহমান বিশ্বাস বলেন, এবছর আমরা রাস্তাটি বাঁচানোর জন্য দুই পাশ দিয়ে সামান্য ঢাল দিচ্ছি। আগামী বছর এটা আমরা মজবুত করে করবো।
মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, রাস্তার ঢালের কাজে অনিয়মের ব্যাপারে একাধিক ব্যক্তি আমাকে জানিয়েছে। আমি ঘটনাস্থলে গিযে সকল অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।