একাদশে তার থাকা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত কোচ লিওনেল স্ক্যালোনি আস্থা রাখেন তার ওপর। সেই ডি মারিয়াই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে এগিয়ে দিলেন আর্জেন্টিনাকে। ফ্রান্সের বিপক্ষে ২০১৮ সালের বিশ্বকাপে পর জাতীয় দলের হয়ে গোল করলেন এই তারকা ফুটবলার।
¡TREMENDA DEFINICIÓN! Ángel Di María recibió el pase de Rodrigo De Paul y la tiró por arriba de Ederson para el 1-0 de @Argentina
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/OuFUmqipVA
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
খেলার তখন ২১ মিনিট চলছিল। এমন সময় ডি পলের কাছ থেকে বল পেয়ে যান ডি মারিয়া। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদির ভুলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। গোলরক্ষক এডারসনকেও ফাঁকি দেন দুর্দান্তভাবে। তার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এই গোলের মাধ্যমে ফাইনালে আর্জেন্টিনার দীর্ঘদিনের ফাইনালে গোলখরা কাটালেন তিনি। ২০০৪ সালের কোপা আমেরিকায় চেসার দেলগাদোর পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ফাইনালে গোল করলেন মারিয়া।
খুলনা গেজেট/ টি আই