খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে নগরীর ২৫নং যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফৌজিয়া আক্তার ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খানকে আটক করা হয়েছে।
কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নং ওয়ার্ডের আল আমিন মহল্লার কেএম রাশেদ আহম্মেদের স্ত্রী ও আলী আহম্মেদ পান্নার কন্যা। অপরদিকে মোঃ জাহিদ হোসেন খান (৫০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮নং ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।
কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর (২৯) কে আটক করা হয়। নুপুর খুলনা সদর থানার মামলা নং-১৯, তারিখ-১২/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ -১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩৮০/৫০৬(২) পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী।
এছাড়া কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর (২৯) বিগত সরকারের আমলে খুলনা মহানগর আহবায়ক কমিটির যুব মহিলালীগের ০৪নং সদস্য এবং খুলনা মহানগর ২৫নং ওয়ার্ড যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
অপরদিকে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে মোঃ জাহিদ হোসেন খান (৫০) কে গ্রেপ্তার করা হয়। জাহিদ হোসেন খুলনা সদর থানার মামলা নং-১৯,তারিখ-১২/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ -১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩৮০/৫০৬(২) পেনাল কোড এর এজাহারনামীয় আসামী।
এছাড়া মোঃ জাহিদ হোসেন খান বিগত সরকারের আমলে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
আটককৃতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
খুলনা গেজেট/এনএম