ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার যশোরের চৌগাছার কৃতিসন্তান মুরসালিন নোমানী। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১৩ সালে কার্যনির্বাহী সদস্য, ২০১৪ সালে সাংগঠনিক সম্পাদক ও ২০১৭ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মুরসালিন নোমানী ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর যশোরের চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শহিদুল ইসলাম মনি মিয়া ও মা তহুরা বেগম তৃপ্তি। তিনি ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এ ভর্তি হন ও অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তিনি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি (আইন বিষয়) পাশ করেন।
এরপর মুরসালিন নোমানী দৈনিক দিনকাল পত্রিকায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৫ সালের ১ জুন জাতীয় বার্তা সংস্থা বাসস-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।
খুলনা গেজেট/এনএম