খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ডাচদের হারিয়ে সেমিতে চোখ আফগানদের

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে স্বপ্নের মতো একটি বিশ্বকাপ কাটানো আফগানিস্তান এবার নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয় তুলে নিলো। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে সেমির দৌঁড়ে টিকে থাকলো তারা।

ডাচদের দেওয়া ১৮০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৫৫ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। এরপর রহমত শাহ ও হাশমতুল্লাহ শহীদি। এই দুই ব্যটারই আজ তুলে নেন জোড়া অর্ধশতক। রহমত শাহ ৫২ রানে ফিরে গেলেও হাশমতুল্লাহ শহীদি অপরাজিত থাকেন ৫৬ রানে। এই দুই ব্যাটারেই জোড়া অর্ধশতক ও আজমতুল্লাহ ওমরজাইয়ের অপরাজিত ৩১ রানে ভর করে তিন উইকেট হারিয়ে ১১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

লক্ষ তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই আফগান ওপেনার। ৫ ওভারে নেন ২৭ রান। কিন্তু এর পরের ওভারেই ভাঙে এই ওপেনিং জুটি। লোগান ভ্যান বেকের শিকার হয়ে পিরে যান রহমানুল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে করেন ১১ বলে ১০ রান। তার বিদায়ে ২৭ রানে ভাঙে আফগানদের ওপেনিং জুটি।

২৭ রানে প্রথম উইকেট যাওয়ার পর জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। কিন্তু দলীয় ৫৫ রানে ইব্রাহিম জাদরানের বিদায় ভেঙে যায় এই জুটি। ৩৪ বলে ২০ রান করা জাদরান রোয়েলফ ভ্যান ডার মারওয়েরে বলে বোল্ড হয়ে পথ ধরেন সাজঘরের।

৫৫ রানে ২ হারানোর পর হাশমতুল্লাহ শহীদিকে নিয়ে জুটি গড়েন রহমত শাহ। এরই মাঝে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন রহমত শাহ। ডাচদের বিপক্ষে আজ তিনি ৪৭ বলে তুলে নেন অর্ধশতক।

তবে অর্ধশতক তুলে নিলেও নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ৫৪ বলে ৫২ রান করে সাকিব জুলফিকারের শিকার হয়ে পথ ধরেন প্যাভিলিয়নের।

রহমত শাহর পর আজ ডাচদের বিপক্ষে অর্ধশতক তুলে নেন হাশমতুল্লাহ শহীদিও। ৫৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে আর আজমতুল্লাহ ওমরজাইয়ের অপরাজিত থাকেন ৩১ রানে।

শুক্রবার (০৩ নভেম্বর) এর আগে লখনৌর ইকানা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় ডাচরা। ৪ বলে ১ রান করা ওয়েসলি বারেসি মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৩ রানেই ভাঙে ডাচদের ওপেনিং জুটি।

৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন ম্যাক্স ওডাউড ও কলিন অ্যাকারম্যান। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছিলো ডাচরা। কিন্তু ব্যক্তিগত অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা ম্যাক্স ওডাউড ৪০ বলে ৪২ রান করে রান আউটের শিকার হয়ে ফিরে গেলে ভেঙে যায় এই জুটি।

ম্যাক্স ওডাউডের পথ ধরে রান আউটের শিকার হয়ে ফিরে যান কলিন অ্যাকারম্যানও। আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৯।

এই ব্যাটারের পথ ধরে রান আউটের শিকার হয়ে ফিরে যান স্কট এডওয়ার্ডসও। কলিন অ্যাকারম্যানের বিদায়ের পরেই বলেই ফিরে যান তিনিও। তার বিদায়ে ৯২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ডাচরা।

ডাচদের বিপদ আরও বাড়িয়ে দলীয় ৯৭ রানে ফিরে যান বাস ডি লিড। ৬ বলে মাত্র ৩ রান করে মোহাম্মদ নবির শিকার হয়ে ফিরে যান তিনি। ৯৭ রানে ৫ উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। অন্যপ্রান্তে তখন আসা যাওয়ার মিছিল।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আফগানদের বিপক্ষে তিনি আজ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৭৪ বলে তিনি আজ তুলে নেন অর্ধশতক। অর্ধশতক তুলে নিয়ে ৫৮ রানেই ফিরে যান সাজঘরে। তার বিদায়ের পর বেশিদূর এগোতে পারেনি ডাচদের ইনিংস। শেষ পর্যন্ত ৪৬ ওভার ৩ বল খেলে ১৭৯ রানে অল আউট হয় তারা।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!