যশোরে ট্রেন লাইন পার হবার সময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ট্রাক চালক। মারা যাওয়া ওই ব্যক্তি দুর্গ গ্রামের জামিল হোসেনের ছেলে রনি। বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের স্বজনরা জানায়, জনি পেশায় ট্রাকচালক ছিলেন। এদিন সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শহরে যাচ্ছিলেন। পথে দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে রেললাইন পার হবার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওয়াসিম কুমার দাস বলেন, তেঘরিয়া এলাকায় বেনাপোল থেকে খুলনাগামী ‘বন্ধন’ এক্সপ্রেস ট্রেনের সাথে জনির মোটরসাইকেলে ধাক্কা লাগে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এসময় জনির প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিলো। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, জনি ট্রাক চালক। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পতিত হলো।