খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া

গেজেট ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সশস্ত্র মহড়া দেখিয়েছেন ডনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। তবে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকায় কোন সহিংসতার ঘটনা ঘটেনি। কট্টর ট্রাম্প সমর্থক চরম ডানপন্হী রিপাবলিকান কংগ্রেস উইমেন মারজোরি ট্রেইলার গ্রীনের একাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। উস্কানি মূলক বক্তব্য প্রচারের দায়ে এ ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রীন জর্জিয়া থেকে এবার প্রথম নির্বাচিত হন। তিনি চরমপন্থী কিউ এ্যনন ঘেঁষা।টুইটার এনিয়ে প্রায় ৭০ হাজার এমন প্রোপাগান্ডা ছড়ানো একাউন্ট বন্ধ করেছে।

নিরাপত্তার জন্য সারা দেশের সকল ফেডারেল প্রিজন অস্থায়ী ডাউন করেছে কর্তৃপক্ষ। যা বাইডেনের শপথ গ্রহণ পর্যন্ত বহাল থাকবে।ওয়াশিংটনে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় টহল দিচ্ছে ন্যাশনাল গার্ডসহ নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যরা।
ওয়াশিংটনের মেয়র ম্যুরিয়েল বাউজার সকলকে ঘরে বসে প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠান দেখার আহবান জানিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া নগরী এড়িয়ে চলার অনুরোধ জানান মেয়র।

মিশিগান, ভার্জিনিয়া, ওরেগন, টেক্সাস সহ কিছু রাজ্যে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র অবস্থায় জড়ো হলেও কোন সহিংসতা করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে। মিশিগানের রাজধানী লেনসিংয়ে ক্যপিটল ভবনের সামনে বোলগো ও কিউএ্যননের সাথে জড়িত প্রায় ৭৫ জন কট্টর ট্রাম্প সমর্থক ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জড়ো হয়। তাদের অনতিদূরে বাইডেনের প্রায় অর্ধশত সমর্থকও ছিল প্রস্তুত। কিন্তু ন্যাশনাল গার্ড সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি। ওয়াশিংটন ডিসির নিকটবর্তী ভার্জিনিয়ার রিচমন্ডে সিটিজেন ডিফেন্স লীগ নামের একটি সংগঠন সশস্ত্র বিক্ষোভ সমাবেশের ডাক দেয়ার ফলে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ওহাইয়োর কলম্বাসে অবস্থিত রাজ্যে ক্যাপিটল ভবনে প্রায় ২০ থেকে ২৫ জনের সশস্ত্র লোকজন শান্তিপূর্ণ বিক্ষোভ করে। ওরেগন, টেক্সাস ও ওয়াশিংটন রাজ্যে বিক্ষোভ করেছে খুবই স্বল্প সংখ্যক ব্যক্তি।
বেশ কিছু রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের গভর্নররা যা বহাল থাকবে অন্তত বাইডেনের শপথ গ্রহণ পর্যন্ত। সর্বত্র সতর্কবস্থা জারি রয়েছে।

এদিকে, ভারপ্রাপ্ত ডিফেন্স সেক্রেটারি ক্রিস্টোফার মিলারের চাপে ন্যাশনাল সিকিউরিটিজ এডমিনিষ্টেশনের প্রধান কৌশলী পদে ট্রাম্পের কট্টর সমর্থক হিসাবে বিবেচিত সাবেক রিপাবলিকান আইন প্রণেতা মাইকেল এলিসকে নিয়োগ দেয়া হয়েছে। যদিও এনএসএ পরিচালক এই নিয়োগের বিরোধী ছিলেন। ট্রাম্পের প্রধান আইনজীবী রুডি জুলিয়ানী সিনেটে অভিশংসনের ট্রায়ালে ট্রাম্পের প্রতিনিধি হিসাবে থাকতে পারেন। যদিও টাম্প জুলিয়ানীর ফি আটকে দিয়েছেন বলে খবর বেরিয়েছে।

সিনেটের প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম ক্যপিটল হিলে হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের পারডন বা দায়মুক্তি না দিতে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন। গ্রাহাম বলেছেন, এমনটা করলে ট্রাম্প ধ্বংস হয়ে যাবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক কায়দায় একটি বিদায়ী ফেয়ার ওয়েলের প্রস্তাব পেন্টাগন প্রত্যাখ্যান করেছে।ট্রাম্প তাঁর বিদায় বেলায় এয়ারফোর্স বেস এ্যন্ড্রুসে লাল গালিচা সংবর্ধনা, সামরিক কুচকাওয়াজ, ২১ গান স্যালুট ও এয়ারফোর্স ওয়ানে ফাইটার জেটের এস্কট চেয়ে সামরিক বাহিনীর কাছে আবদার জানিয়ে ছিলেন।কিন্তু পেন্টাগন তাঁর অনুরোধ বিবেচনায় নেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইভেন্ট খুবই পছন্দ বলে জানা গেছে। যদিও এমন অনুষ্ঠানে জনগণের ট্যাক্সের মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয়ে থাকে।

খুলনা গেজেট/ এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!