রাজশাহীতে ট্রাকচাপায় রনি হোসেন (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা। তবে রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছে তার পরিবার।
রনির ছোট ভাই মনা ইসলাম বলেন, ‘এলাকার প্রভাবশালী কিছু লোকজনের সঙ্গে আমাদের বিরোধ আছে। কিছু দিন আগে ঝামেলাও হয়। আমার ভাই দুপুরে বাড়ি থেকে বের হয়। বিকালে তার লাশ পাই। আমরা ধারণা করছি, আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা থানায় হত্যা মামলা করব।’
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, যুবদল নেতা রনি নগরীর আমচত্বর থেকে মোটরসাইকেলে খড়খড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
ওসি আরও জানান, রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটক করার চেষ্টা করা হচ্ছে।
ওসি বলেন, ‘নিহতের পরিবার অভিযোগ তুলছে যে এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পরিবার চাইলে মামলা করতে পারবে। বিষয়টি নিয়ে তারা আলাপ-আলোচনা করছেন।’
খুলনা গেজেট/কেডি