ভারতকে ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। যুব টাইগারদের এমন সাফল্যে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের ঘণ্টাখানেকের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।
পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে জয় তুলে নেয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দলগত কাজ আমাদের দেশকে গর্বিত করেছে। এই জয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় ভবিষ্যতের একটি আভাস।’
তারেক রহমানের মতোই যুব টাইগারদের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ জয়ের কিছুক্ষণের মধ্যেই এক বিবৃতিতে আজিজুল হাকিম তামিমের দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।
ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়াল। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার ১ বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
খুলনা গেজেট/এমএম