খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

টেস্টের মাঝেই আইপিএল নিলাম নিয়ে কথোপকথন, ধরা পড়ল মাইক্রোফোনে

ক্রীড়া প্রতিবেদক

পার্থ টেস্ট দিয়ে শুরু হয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার লাল বলের শ্রেষ্ঠত্বের লড়াই। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে সফরকারী ভারত। নিজেদের প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর বুমরাহদের আগুনে বোলিংয়ের মুখে স্কোরবোর্ডে ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

পার্থ টেস্ট চলাকালেই সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। টেস্ট শুরুর আগে যদিও অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, তাদের নজর টেস্টেই। মাথায় আইপিএল নিলাম নেই। তবে প্রতিপক্ষের মনঃসংযোগ নষ্ট করতে ঠিকই ম্যাচে আইপিএল নিলাম প্রসঙ্গ টেনে আনলেন অজি ক্রিকেটার!

ব্যাটিং প্রান্তে থাকা ঋষভ পান্তকে লক্ষ্য করে নিলামের প্রসঙ্গ তোলেন নাথান লায়ন। দুই ক্রিকেটারের কথা ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। দলের ব্যাটিং ধস রুখতে তখন লড়াই করছিলেন পান্ত। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা দ্রুত ফেরার পর অস্ট্রেলিয়ার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার।

সে সময়, তার দিকে এগিয়ে আসেন লায়ন। পান্তকে প্রশ্ন করেন, ‘নিলামের পর তুমি কোন দলের হয়ে খেলবে?’ হাসিমুখে পান্ত উত্তর দেন, ‘কোনো ধারণা নেই আমার।’ দু’জনের কথা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সে সময় দেখা যায় মিচেল মার্শও কিছু একটা বলছেন পান্তকে। অস্ট্রেলীয় অলরাউন্ডারের কথা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েনি।

গত বার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পান্ত। এবার দিল্লির সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে গেছে তার। আসন্ন মেগা নিলামের বড় আকর্ষণ ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার। ক্রিকেট বিশেষজ্ঞদের কারও কারও ধারণা, রেকর্ড দাম উঠতে পারে পান্তের। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিই পান্তকে দলে টানতে পাখির চোখ রেখেছে।

পার্থ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর সপ্তম উইকেটে পান্ত ও নীতিশ কুমার রেড্ডির ব্যাটে ভর করে শতরান পার করে ভারতের পুঁজি। পান্তের ব্যাট থেকে এসেছে মূল্যবান ৩৭ রানের ইনিংস। ৩টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। প্রায় ডিগবাজি খেয়ে প্যাট কামিন্সকে মারা তার ছক্কা নিয়েও আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!