খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

টেষ্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরামর্শ শাস্ত্রীর

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেট বাঁচানো জরুরি মানছেন সাবেক ভারতীয় ক্রিকেটার, কোচ এবং ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। আর টেস্ট বাঁচাতে ১০-১২ দলের দরকার নেই বলে মন্তব্য করেছেন তিনি। ইঙ্গিত করেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টেস্ট থেকে বাদ দেওয়ার।

সম্প্রতি বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি দায়ী করেছেন আইসিসির ঠাঁসা সূচিকে। রবি শাস্ত্রীর মতে, এতো বেশি দল টেস্ট না খেললে সূচি জটিলতা বাড়তো না। ক্রিকেটাররা দম ফেলার সুযোগ পেত। সেজন্য তিনি নিচের দিক থেকে ছয়টি দল ছেঁটে ফেরার প্রস্তাব দিয়েছেন।

স্কাই স্পোর্টসকে রবি শাস্ত্রী বলেছেন, ‘টেস্ট ক্রিকেটকে যদি বাঁচাতে চান তার জন্য আপনার ১০-১২টি দলের দরকার নেই। সেরা ছয় দল বেছে নিন, মানসম্মত টেস্ট ক্রিকেট সামনে এগিয়ে নিন এবং সংখ্যা নয় ক্রিকেটের মানটাকে সম্মান করুণ।’

টেস্টে গুরুত্ব না দিয়ে তিনি সাদা বলের ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন, ‘যদি ক্রিকেটের সম্প্রসারণ চান তাহলে ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটের দল বাড়ান। টেস্ট ক্রিকেটের দল কমিয়ে ফেলুন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড গেল কিনা, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে কিনা ওসব নিয়ে ভাবার দরকার পড়বে না।’

শাস্ত্রি তার মডেলে উল্লেখ করেছেন, টেস্ট খেলতে হলে সেরা ছয়ে উঠতে হবে। সেটা ভারত, ইংল্যান্ড হোক কিংবা অস্ট্রেলিয়া। তবে তার ইঙ্গিত যে- বাংলাদেশ, শ্রীলঙ্কা এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতো একসময়ের প্রভাবশালী দলের প্রতি সেটা বোঝা কঠিন নয়।

শাস্ত্রী তার মডেলে ফুটবলকে অনুসরণের কথা বলেছেন। ফুটবলের মতো বিশ্বকাপ থাকবে। তবে খেলাটা হবে লিগের মতো। টেস্টের ক্ষেত্রেও লিগ ফুটবলের অবনমন, উতত্তরণ মডেল অনুসরণের কথা বলেছেন তিনি। তার মতে, ভারত কিংবা ইংল্যান্ডের বোলিং উইকেটে কম কোয়ালিটি সম্পন্ন দলের ম্যাচ আড়াই দিনে শেষ হয়ে যাবে। সম্প্রচার স্বত্ত্ব নেওয়া প্রতিষ্ঠান কিংবা দর্শকের সঙ্গে এটা প্রতারণা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!