খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ শনিবার বেলা ১১টা ২১ মিনিটে নরেন্দ্র মোদীকে বহন করা হেলকাপ্টার টুঙ্গিপাড়া উপজেলার পরিষদ মাঠের হেলিপ্যাডে অবরতণ করেন। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে নিয়ে যান।

বেলা ১১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদী।পরে নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। পরে তিনি বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের গাছের চারা রোপন করেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় খূলনা -২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ার কর্মসুচি শেষ করে দুপুর ১২ টা ১৫ মিনিটে হেলিকপ্টার যোগে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি হরিচাদ ঠাকুর ও গুরু চাদ ঠাকুরের মন্দিরে পূজা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতমিনিময় করবেন।

দুই দেশের প্রধান মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুর বাড়ি বর্ণিল সাজে সাজানো হয়েছে। তাদের আগমনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!