খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৫
  মানবতাবিরোধী অপরাধ : জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তাঞ্জিল শাকিল জয়, নির্মল ব্যানার্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধূরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েম, আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে, এম, মনোয়ারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীর সামনে নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

এরপর টুঙ্গিপাড়া বিজয় রেস্ট হাউজ মিলনায়তনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!