গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে এ জন্মদিন পালন করা হয়। এ সময় বাগেরহাট-২ আসনের এম.পি শেখ সারহান নাসের তন্ময় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিযাস হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও একটি শোভাযাত্রা বের করা হয়।
এছাড়া গোপালগঞ্জ জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা সদরে অনুরুপ বিভন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।