খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে দর্শক, টিকিট মিলবে অনলাইনে

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর দিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। বিশ্বকাপের ৪৫ ম্যাচের জন্য টিকিটও বিক্রি শুরু করে দিয়েছে ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল আসরে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। আর বাছাইপর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচগুলোতে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের জন্য টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইটে (www.t20worldcup.com/tickets/buy-tickets) প্রবেশ করে টিকেট কেনা যাবে।

টুর্নামেন্টের বাছাইপর্বে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার। আর আরব আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে মাঠে দর্শক উপস্থিতি নিয়ে বেশ কয়েক দিন ধরেই আইসিসি, এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে আলোচনা চলছিল। অবশেষে সবকিছু বিবেচনা করে করোনাভাইরাসের এ সময়েও বিশ্বকাপে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিল আইসিসি।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফিরতে যাচ্ছে, তাই আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।’

বিশ্বকাপের আয়োজক বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘আমি আনন্দিত যে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমান উভয় দেশেই দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ভক্তদের ফেরার পথ সুগম করার জন্য আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলেও দর্শক প্রবেশের সুযোগ রয়েছে। একই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপেও দর্শক প্রবেশের সুযোগ থাকছে।

জয় শাহ আরও বলেন, ‘আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা তাদের দলকে সমর্থন করার জন্য আসবেন। তাদের এ সমর্থন দলকেও মাঠে ভালো খেলার জন্য অনুপ্রেরণা দিবে। টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

১৭ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের সেরা ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

করোনার কারণে ভারতের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!