টি-টোয়েন্টিতে ফরম্যাটে নিয়মিত সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর দেশে এসে অস্ট্রেলিয়াকে হারায় ৪-১’এ। এবার নিউজিল্যান্ডকেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়েছে টাইগাররা।
বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে কিউইদের মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৬ উইকেট হাতে রেখে পায় সহজ জয়, নিশ্চিত করে সিরিজ।
পাঁচ ম্যাচ সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার সিরিজের শেষ টি-টোয়েন্টি জিততে পারলে অস্ট্রেলিয়ার মতোই ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।
শুধু এই তিন সিরিজে নয়। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৫ সিরিজ হিসেবে আনলে ৪টিতেই জিতেছে বাংলাদেশ। মাঝে নিউজিল্যান্ড সফরে হেরেছিল ৩-০ ব্যবধানে। কিন্তু তার ঠিক আগের সিরিজেই ঘরের মাঠে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। ওই সিরিজটি হয়েছিল গত বছরের মার্চে।