খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টিতে নবীকে টপকে শীর্ষে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আবারও এক নম্বর অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে সাকিব নতুন করে বসেছেন শীর্ষস্থানে।

বুধবার (২৭ অক্টোবর) আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদ করে। হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ২৯৫। সাকিবের উন্নতিতে শীর্ষস্থান হারিয়ে আফগান অধিনায়ক নবী চলে গেছেন দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ২৭৫। হালনাগাদ করায় সাকিবের ২০ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে নবীর ১০ পয়েন্ট কমেছে।

এই ক্যাটাগরিতে উন্নতি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলীয় এই অলরাউন্ডার র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন। তৃতীয় স্থানে তার সাথে আছেন নামিবিয়া জেজে স্মিথ, যিনি এগিয়েছেন ২৩ ধাপ।

ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে ইংল্যান্ডের ডেভিড মালান (৮৩১) এখনও শীর্ষে, তবে তার সাথে ব্যবধান কমিয়েছেন দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম (৮২০)। পয়েন্ট বেড়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মারক্রাম, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও।

বোলিংয়ে উল্লেখযোগ্য পয়েন্ট বেড়েছে বাংলাদেশের শেখ মেহেদী হাসান (৬২১), পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি (৫৯৬) ও হারিস রউফ (৫৬৩) এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডের (৫৫৭)। শীর্ষ দশে পেসারদের মধ্যে সেরা অবস্থানে মুস্তাফিজুর রহমান (৬১৪)। তার চেয়ে বেশি পয়েন্ট নিয়ে মেহেদী অষ্টম ও সাকিব নবম স্থানে রয়েছেন।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং

ব্যাটসম্যান
অবস্থান নাম রেটিং
১ম ডেভিড মালান ৮৩১
২য় বাবর আজম ৮২০
৩য় অ্যাইডেন মারক্রাম ৭৪৩
৪র্থ মফাম্মদ রিজওয়ান ৭২৭
৫ম বিরাট কোহলি ৭২৫
৬ষ্ঠ অ্যারন ফিঞ্চ ৭২০
৭ম ডেভন কনওয়ে ৭১৪
৮ম লোকেশ রাহুল ৬৮৪
৯ম এভিন লুইস ৬৭৯
১০ম হজরতউল্লাহ জাজাই ৬৭১

বোলার
অবস্থান নাম রেটিং
১ম তাবরাইজ শামসি ৭৫০
২য় ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭২৬
৩য় রশিদ খান ৭২০
৪র্থ আদিল রশিদ ৭১২
৫ম মুজিব উর রহমান ৬৯৩
৬ষ্ঠ অ্যাডাম জাম্পা ৬৫৬
৭ম অ্যাশটন অ্যাগার ৬৩৬
৮ম সাকিব আল হাসান ৬৩২
৯ম শেখ মেহেদী হাসান ৬২১
১০ম মুস্তাফিজুর রহমান ৬১৪

অলরাউন্ডার
অবস্থান নাম রেটিং
১ম সাকিব আল হাসান ২৯৫
২য় মোহাম্মদ নবী ২৭৫
৩য় জেজে স্মিথ ১৬১
৩য় গ্লেন ম্যাক্সওয়েল ১৬১
৫ম জিশান মাকসুদ ১৬০
৬ষ্ঠ রিচার্ড বেরিংটন ১৫১
৭ম খাওয়ার আলী ১৪৭
৮ম ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৩৯
৯ম রোহান মুস্তফা ১৩৮
১০ম মিচেল মার্শ ১৩৫

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!