কেরানীগঞ্জে করোনার টিকা নেওয়ার পর কাজী হারুন অর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের গণটিকা দান কেন্দ্র খাড়াকান্দি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
টিকা গ্রহণের ১৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবি। নিহতের বাড়ি উপজেলার কলাতিয়া ইউনিয়নের মুন্সিনোয়াদ্দা গ্রামে। পরিবারের লোকজনের দাবির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই মো. মিশু বলেন, আমার ভাই হার্টের রোগী ছিলেন। তিনি ৩/৪ বছর আগে একবারে হার্টের সমস্যায় ভুগেছিলেন। তবে রোববার সকালে তিনি সুস্থ স্বাভাবিকভাবেই পায়ে হেটে টিকা কেন্দ্রে আসেন। টিকা কেন্দ্রে টিকা দেয়ার ১ মিনিটের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বসিয়ে পানি খেতে দিলে তিনি পানি খেয়েই অজ্ঞান হয়ে যান। পরে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, টিকা কেন্দ্রে সঠিক ব্যবস্থাপনা নেই। টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা আরও উন্নত করা দরকার। টিকা দেওয়ার আগে টিকা প্রত্যাশীদের শরীরের তাপমাত্রা, রক্তচাপ ও হার্টবিট পরিমাপ করা দরকার। কারো যদি সমস্যা ধরা পরে তাকে টিকা দেওয়া থেকে বিরত রাখলে এ ধরনের ঘটনাগুলো হয়তো আর ঘটবে না।
কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী বলেন, ওই ব্যক্তি আগে থেকেই হার্টের রোগী ছিলেন। তিনি হার্টএটাক করে মারা গেছেন।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। টিকা নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। কি কারণে তিনি মারা গেছেন সে বিষয়টি নিশ্চিত নয়। এ কারণে আমরা লাশ ময়নাতদন্ত করতে চেয়েছিলাম। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই