খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

টানা জয়ে শীর্ষস্থানে বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

বুন্দেসলিগায় টানা পঞ্চম জয়ের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল দলটি। লিগে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।

শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচের শুরুর দিকে জয়সূচক গোলটি করেন কিংসলে কোমান। গত অক্টোবরে এই দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে জিতেছিল বায়ার্ন।

তুষারপাতের মাঝে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় বায়ার্ন। পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লেভানদোভস্কি; আসরের সর্বোচ্চ গোলদাতার স্পট কিক দারুণ নৈপুণ্যে রুখে দেন প্রতিপক্ষের গোল কিপার। পরে টমাস মুলারের পাস পেয়ে ডি-বক্সের মুখ থেকে ডান পায়ের শটে বায়ার্নকে এগিয়ে নেন কোমান।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!