টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত ও মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ৮ যাত্রী আহত হয়েছে। নিহত ও আহত নারী পুরুষ সম্পর্কে স্বামী স্ত্রী।
রোববার (২৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে একতা বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম আরিফ (৪৫)। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৮নং ওয়ার্ডের ফজলুলের ছেলে। আহত স্ত্রীর নাম মুন্নি (৪০)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে একতা নামক একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকা থেকে শহরের কোদালিয়া এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। এ সময় ঘারিন্দা আন্ডারপাস এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেলার হাসপাতালে ভর্তি করা হয়।
টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আতিকুর জানায়, রাতে বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রী দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে স্বামী নজরুলকে ঢাকা নেয়ার পথে মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসের ভেতর থাকা আরও ৮ যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।
খুলনা গেজেট/এসজেড