যুক্তরাজ্যের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (৯ অক্টোবর) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করেছে সংস্থাটি।এতে ১২০১-১৫০০এর ভিতরে স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়।
এবারে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাদান এ 18.3, গবেষণা পরিবেশ 10, গবেষণার গুণমান 43, শিল্প 18.8,
এবং আন্তর্জাতিক আউটলুক 42.8। ২০২৫ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে।
বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৫ বিশ্ববিদ্যালয়। তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমস্থান, এরপরে যথাক্রমে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে।তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০০+ এর পরে।
খুলনা গেজেট/এএজে