অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাংলাদেশের সামনে টি ২০ সিরিজ জয়ের হাতছানি। এর আগে সব ফরম্যাট মিলে তাদের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল মাত্র দুটি। এবারের পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে প্রথম দুটিতেই জয়। হোম কন্ডিশনের সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে চোখ ধাঁধানো দলীয় পারফরম্যান্সে উজ্জীবিত বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
মিরপুরের উইকেটের চরিত্র আগে থেকে অনুমান করা দুরূহ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট চেনা মন্থর। দারুণ টার্ন। দেখে মনে হচ্ছে স্পিনারদের উইকেট। আবার মোস্তাফিজ-শরীফুলরা হাতে বল নিলে পাল্টে যাচ্চে চিত্র। মনে হচ্ছে ওদের জন্যও ‘পারফেক্ট’ উইকেট। প্রথম ম্যাচে নাসুম চার উইকেট পান। দ্বিতীয় টি ২০ তে তিনি উইকেটশূন্য। এদিকে মোস্তাফিজের বোলিং বুঝতেই পারছেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
তাদের কয়েকজন তার বিপক্ষে আইপিএলে খেললেও এই মোস্তাফিজ তাদের কাছে অচেনা। অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার মোস্তাফিজকে নিয়ে বলেন, ‘সে খুবই কঠিন বোলার। দারুণ। তার স্লোয়ার যদি কাছ থেকে দেখেন, কবজি আর আঙুলের ব্যবহারে অবিশ্বাস্য স্কিল। এই স্লোয়ার অসাধারণ। খুব একটা ধীরগতির নয়। তাতেই অনেক কিছু হয়।’
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে খাবি খাচ্ছে। অনভিজ্ঞ অসি ব্যাটসম্যানরা এর আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। ওয়েস্ট ইন্ডিজ থেকে তারা কিছুটা ধারণা নিয়ে বাংলাদেশে এসেছেন। ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছেন সফরকারীরা। ঠাসা সূচি হওয়ায় এ নিয়ে তাদের কাজ করার সুযোগ কম।
সফরকারী দলের অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘দুদলের বোলাররাই দারুণ বোলিং করছে। আমাদের বোলারদের পারফরম্যান্সে আমরা খুশি। বোলিং কোনো সমস্যা নয়। শুধু ব্যাটিংয়ে ভালো করতে হবে আমাদের। আশা করি, পরের ম্যাচে আমরা ঠিকঠাক করতে পারব।’
বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। দ্বিতীয় টি ২০ তে বাংলাদেশ ৬৭ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। সেখান থেকে ৫৬ রানের জুটিতে স্বাগতিকদের ম্যাচ জেতান নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। ইনজুরি ও বায়োবাবলের কঠিন শর্তে এই সিরিজে বাংলাদেশের কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান নেই।
তবে তরুণদের পারফরম্যান্সে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। টানা দুই ম্যাচ জেতার পরও সংযত মাহমুদউল্লাহ রিয়াদ।
অস্ট্রেলিয়া যে কোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটা মাথায় রেখে সাবধানে পা ফেলতে চান টি ২০ অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা সিরিজ নিয়ে চিন্তা করছি না। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি।’