খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

উপমহাদেশের কন্ডিশন মানেই একটা সময় স্পিন নির্ভরতা ছিল। তবে সময়ের সাথে সাথে বদলাতে শুরু করেছে প্রেক্ষাপট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশও উপমহাদেশের কন্ডিশনে তিন পেসার খেলানোর পথে হাঁটছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগারদের পেস আক্রমণ দিয়েই রুখতে চায় লঙ্কান টিম ম্যানেজমেন্ট। সেই ধাঁচেই বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বাংলাদেশকে পেস দিয়ে হারাতে চায় জানিয়ে লঙ্কান নির্বাচকদের চেয়ারম্যান ও জাতীয় দলের ম্যানেজার আশন্ত ডি মেল লঙ্কান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চিন্তা ভাবনা তাদের (বাংলাদেশ) গতি দিয়ে পরাজিত করা। অবশ্যই স্পিন প্রাধান্য পাচ্ছে না। বাংলাদেশের ভালো স্পিন আক্রমণ তবে আমাদের পেসারদের নিয়ে একটা ভালো সেটাপ আছে।’

‘সুতরাং আমাদের শক্তির জায়গা নিয়েই এগোনো বুদ্ধিমানের কাজ। আমাদের স্কোয়াডে পাঁচজন পেসার থাকার সম্ভাবনা রয়েছ্ আমাদের কোচরা এমনটাই ভাবছে।’

বাংলাদেশ সিরিজ সামনে রেখে ইতোমধ্যে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে তাদের। সর্বশেষ ঘরোয়া মৌসুমে পারফর্ম করা কয়েকজনের দিকে তাকিয়ে আছেন নির্বাচক প্যানেল চেয়ারম্যান ডি মেল।

বেশ কযেকজন ক্রিকেটারের প্রশংসা করে তিনি যোগ করেন, ‘মিনোদে ভানুকাকে দেখে বেশ প্র্রতিশ্রুতিশীল মনে হচ্ছে। সে আক্রমণাত্মক, আর আক্রমণাত্মক কাউকে দেখতে ভালোই লাগে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার সন্তুশ গুনাথিকালার মসৃণ অ্যাকশন আছে। ব্যাট হাতেও বেশ ভালো।’

‘লাহিরু উদারা, সেও বেশ মুগ্ধ করেছে। আমরা তরুণদের সুযোগ দিতে চাই স্কোয়াডে যাতে তারা নিজেদের মেলে ধরতে পারে ও একটা সেটাপে আসতে পারে। কোচদের সাথে নিয়ে আমরা ঘরোয়া লিগ দেখছি। আর তারা যা করেছে সেটার প্রশংসাও করতে হয় আর দেখার বিষয় কত দ্রুত ট্র্যাকে আসতে পারে।’

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড:
দিমুথ করুণারতেœ, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কুশল পেরারা, নিরোশান ডিকওয়ালা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তুশ গুনাথিকালা, কামিন্দু মেন্ডিস, ভারিন্দু হাসারাঙ্গা, লাকসান সান্দাকান, ধনঞ্জয় ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, দুভিন্দু তিলকরতেœ, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।
খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!