সেরা চারে যেতে শুধু ম্যাচ জিতলেই হবে না। নেট রান রেটও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইংল্যান্ডের বিপক্ষে ৩৭তম ওভারের মধ্যে ৯ উইকেটে জিতে নিউজিল্যান্ড যেটা ভালো মতোই বুঝিয়ে দিয়েছে।
ভারতের বিশ্বকাপ আসরের দ্বিতীয় দিন নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ধরেই খেলবে পাকিস্তান। সঙ্গে বোনাস পয়েন্ট বাড়িয়ে নেওয়ার চিন্তা মাথায় রাখতে হবে। বার্তা দিয়ে বিশ্বকাপ শুরুর ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছেন বাবর আহম।
পিচ রিপোর্টে কিংবদন্তি শেন ওয়াটসন জানিয়েছেন, হায়দরাবাদের উইকেট ব্যাটিং সহায়ক। শুষ্ক উইকেট, তবে শক্ত। সহজে রান তোলা যাবে। দ্বিতীয় ইনিংসে অর্থাৎ ফ্লাড লাইনের নিচে রান তোলা সহজ হতে পারে।
শুরুতে ব্যাট করার বিষয়ে বাবর বলেছেন, আমরা ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ২৯০ থেকে ৩০০ প্লাস রান করার চেষ্টায় থাকবো। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড জানিয়েছেন, ফ্লাড লাইনের নিচে রান করা কিছুটা সহজ হওয়ায় পরে ব্যাটিং করবেন তারা।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিওজয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, শাকিব জুলফিকার, লগান ফন বিক, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান, আরিয়ান দত্ত।
খুলনা গেজেট/এনএম