আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। তবে হারলে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য জয় আরও বেশি প্রয়োজনীয়। অজিরা এই ম্যাচে হারলে সেমিতে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এই ম্যাচে যদি ভারত জিতে যায় তাহলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে ভারত। এরপর বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় তাহলে ভারত ছাড়া গ্রুপের বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন নেট রানরেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানের যেকোনো একটি দল।
অস্ট্রেলিয়া: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
খুলনা গেজেট/এমএম