মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দল।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। মঙ্গলবার (৪ আগস্ট) মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ জয় তুলে নেয়, যা অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয় এবং সবচেয়ে কম রান নিয়ে নিজেদের জয়ের রেকর্ড।
গত ম্যাচে আগে ব্যাট করলেও এই ম্যাচে বাংলাদেশে আগে বোলিং করবে। অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাথু ওয়েড টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে দুই দলের একাদশই অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।