আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে আছে দুই দল।
হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সুপার টুয়েলভে দুই দলই এখন পর্যন্ত খেলেছে দুটি করে ম্যাচ, তবে কেউই পায়নি জয়ের দেখা। ‘গ্রুপ ওয়ান’ এর পয়েন্ট টেবিলের তলানিতে তাই দুই দলের অবস্থান।
এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে এসেছে দুটি পরিবর্তন। একাদশে নেই নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। সোহান বিশ্রামে থাকায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন লিটন দাস।
দুটি পরিবর্তন এসেছে ক্যারিবীয়দের একাদশেও। এই ম্যাচের আগে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া জেসন হোল্ডার সুযোগ পেয়েছেন একাদশে। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে রস্টন চেজের। একাদশ থেকে বাদ পড়েছেন লেন্ডল সিমন্স ও হেয়ডেন ওয়ালশ।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমেয়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন ও রবি রামপাল।