খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মেজর সিনহা হত্যা : ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত, বুধবার থেকে শুনানি হাইকোর্টে
  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতি‌বেদক

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই ওপেনার তানজিদ হাসান তামিমের নাম।

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। এই সিরিজকে ভাবা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির বড় সুযোগ। বিশেষত কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা এই সিরিজকে কাজে লাগাবে। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাদের একাদশে পরীক্ষা–নিরীক্ষা চালানো হবে সেই আভাস আগেই মিলেছিল।

জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্ম দেখানো তানজিদ তামিমের জায়গায় লিটন দাসকে একাদশে রেখেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে অভিজ্ঞ এই ব্যাট হাতে রান পাচ্ছেন না, তবে নিজের পুরোনো আগ্রাসী ব্যাটিং ফেরাতে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। আর এর মাধ্যমেই তিনি আস্থার প্রতিদান দেবেন বলে আশা টাইগার টিম ম্যানেজমেন্টের। এ ছাড়া এই ম্যাচের একাদশে বাংলাদেশ কেবল দুজন বিশেষজ্ঞ পেসারকে রেখেছে। যদিও সৌম্য সরকারের পার্ট টাইম পেসকে কাজে লাগাতে চাইবেন শান্তরা।

বাংলাদেশের একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!