খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চলমান নিউজিল্যান্ড সফর দুঃস্বপ্নের মতো কাটছে বাংলাদেশের। ওয়ানডেতে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার সিরিজে টিকে থাকার ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বেলা ১২টায়।

ওয়ানডে ক্রিকেটের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ। বদলেছিল নেতৃত্বও। ওয়ানডে দলে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল, টি-টোয়েন্টি সিরিজে যাকে পাচ্ছে না বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সামলাচ্ছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক বার্তা দিয়েছিলেন, ওয়ানডে সিরিজের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ব্যতিক্রম কিছু করার। কিন্তু প্রথম ম্যাচের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ৬৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায় সফরকারীরা। সিরিজে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। হারলে আজ টি-টোয়েন্টি সিরিজও খোয়াবে লাল-সবুজের দল।

নিউজিল্যান্ডের মাটিতে অবশ্য যেকোনো দলেরই কঠিন পরীক্ষা দিতে হয়। কদিন আগে অস্ট্রেলিয়া সেটা বুঝেছে। এর আগে ভারতও ভুগেছে। সেই হিসেবে বাংলাদেশের জন্য কাজটা যে আরও কঠিন, সেটা বলার অপেক্ষা রাখে না।

অতীত ইতিহাসও তাই বলছে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩০টি ম্যাচ খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। ওয়ানডেতেও ১৬টি ম্যাচ খেলে জয়হীন বাংলাদেশ। সেই আক্ষেপ মেটানোর স্বপ্ন নিয়ে এবার নিউজিল্যান্ড পাড়ি দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখনও নিউজিল্যান্ডে জয়ের দেখা মেলেনি।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে। আমি বিশ্বাস করি, আমাদের এখানে জয়ের ক্ষুধা রয়েছে। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। আশা করি, আমরা সেরা ক্রিকেট খেলতে পারব।’

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!