খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা
  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

টঙ্গীতে ঘুমন্ত মানুষকে হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথীদের হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে মহানগরীর নিরালা তাবলীগ মসজিদের সামনে খুলনার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি নাসিরউদ্দিন, হেফাজতে ইসলাম খানজাহান আলী থানার সহকারী সেক্রেটারি মাওলানা আর এমরান, হেফাজতে ইসলাম খুলনা জেলার সহ-প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লা জুবায়ের প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নিরীহ ভাইয়েরা আগামী ৩১ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া ইজতেমার প্রস্তুতি গ্রহণ করছিল। রাতে যখন তারা তাহাজ্জুতের নামাজ আদায় করছিলেন এবং ঘুমাচ্ছিলেন তখন তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে আমাদের ৪ জন ভাই শহীদ হয়। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা দাবি করে সাদ পন্থী রূপে ছাত্রলীগ এবং তাদের দোসররা ফিরে আক্রমণ করেছে। এই নৃশংস ঘটনার সাথে জড়িত প্রতিটা ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে আগামী ৩ দিন নিরালার তাবলীগ মসজিদে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জুবায়ের পন্থীরা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!