বাংলাদেশের পুঁজি কেবল ১৯৪ রান। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম মোটামুটি ব্যাটারদের স্বর্গ। রান প্রসবীনি। এমন একটি মাঠে ১৯৪ রান খুবই নগণ্য।
দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক এবং জানেমান মালান সেটারই প্রমাণ দিচ্ছেন। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করছেন কুইন্টন ডি কক। সামনে আইপিএলের জন্য যেন নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এই প্রোটিয়া ওপেনার।
এ দু’জনের ব্যাটে খুব সহজেই জয়ের লক্ষ্যে এগিয়ে চলছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখার সময় প্রোটিয়াদের রান ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৭২। ২৯ বলে ৫১ রানে ব্যাট করছেন ডি কক এবং ৩১ বলে ২০ রান নিয়ে ব্যাট করছেন মালান।
২৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ডি কক। ৮টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি। বোলার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমানরা সেঞ্চুরিয়নে আগুন ঝরালেও ওয়ান্ডারার্সে একেবারে নির্জীব। তাদের বল একের পর এক বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন ডি কক এবং মালান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৪ রান করেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুব সর্বোচ্চ ৭২ রান করেন। ৩৮ রান করে মেহেদী হাসান মিরাজ।
খুলনা গেজেট/ এস আই