খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ফেসবুকে ঘোষণা দিলেন বিদায়ের
  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শৈলকুপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন গ্রেপ্তার

গে‌জেট ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ২৮ নভেম্বর উপজেলা হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে সংঘর্ষের ঘটনায় পুলিশি মামলার অন্যতম আসামি। শাওন ওই উপজেলার নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে।

জানা যায়, ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

উল্লেখ্য, শাওন শিকদারের বিরুদ্ধে এর আগেও বিতর্কমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে মারধর, আওয়ামী লীগের কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও ভাইরাল হয়েছিল। শাওন কয়েকবার ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও পুনরায় স্বপদে বহাল রয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!