খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

ঝিনাইদহ জেলা আ.লীগের সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা শহরের প্রধান প্রধান সড়ক ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন ও তোরণে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর। আজ রবিবার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড খেলার মাঠ সাজানো হচ্ছে নতুন রূপে। সার্বিক প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন নেতারা।

প্রধান অতিথি থাকছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে তার সঙ্গে থাকবেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। নেতৃত্বে নতুন মুখ হিসেবে কারা আসছেন তা নিয়ে আলোচনার ঝড় বইছে। এ নিয়ে সাধারণ কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক অনেকেই শহরজুড়ে রঙিন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

একাধিক সূত্র জানায়, সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১৫ সালের ২৫ মার্চ। ওই বছরের ২৬ নভেম্বর কেন্দ্র থেকে কমিটি ৭১ সদস্যের অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি ঝিনাইদহ-১ আসনের বর্তমান সংসদ-সদস্য আবদুল হাই এবং ঝিনাইদহ পৌরসভার সদ্য বিদায়ি মেয়র সাইদুল করিম মিন্টু। এবার অরাজনৈতিক ব্যক্তি ছাড়াও অনেকেই পদপদবির প্রত্যাশায় দৌড়ঝাঁপ করছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!