খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
  বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

কালিগঞ্জে সড়ক ‌দুর্ঘটনায় পিতা নিহত, ছেলে আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন ও আহত হয়েছে তার ছেলে মাহমুদ (২২)। নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে তিনটার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালিগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালিগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌঁছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়েন পিতা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২)। মারাত্মক আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসকরা মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!