ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নেতৃত্বে বাল্যবিবাহ বন্ধ করলো ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ আগস্ট) জামাল ইউনিয়নের বড় ডাউটি গ্রামে আব্দুল কাদের বিশ্বাসের নাবালিকা মেয়ে ইতু খাতুন (১৬) এর বিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের মা পারুল বেগম (৪৫) কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
২নং জামাল ইউপি চেয়ারম্যান ও কোলাবাজার ফাড়ি পুলিশের সহযোগিতায় এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে মেয়েকে কোনভাবেই বিবাহ না দেয়া সে জন্য মুচলেকা নেয়া হয়। এছাড়াও, একই এলাকায় আরও দু’টি বাল্যবিবাহের প্রস্তুতি চলছে। সাথে সাথে উক্ত বাড়িতে গিয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার জন্য সতর্ক করা হয়।
খুলনা গেজেট/এআইএন