ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়বলদীয়া সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘ ৪ বছর পর আসামি মোঃ রাজন (১৮)কে আটক করা হয়।
রাজন ঝিনাইদহের হরিনাকুন্ড থানার সাবেক বিন্নি এলাকার মোঃ ইমারুল ইসলামের ছেলে।
র্যাবের দেওয়া তথ্যে জানা যায়, গত ২০১৮ সালের ২৫ জানুয়ারী রাত সাড়ে বারোটায় ভিকটিম প্রকৃতির ডাকে বাইরে বের হলে আসামি রাজন ভিকটিমের মুখে গামছা পেঁচিয়ে বাড়ীর পাশের বিলে মোঃ লাল্টু মালিথা এর গম ক্ষেতে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে।
এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং-১৪, তারিখ ২৫/০১/২০১৮, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০। এনটিসি নং ৩২১/২০১৯।
মামলার পর থেকে অভিযুক্ত রাজন এলাকা থেকে পালিয়ে যায়। মামলাটি র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।
গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদীয়া সীমান্তবর্তী এলাকা আসামি রাজনকে আটক করে।
আটককৃত আসামিকে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ এস আই