খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাংচুর, আ’লীগ সমর্থকদের হামলায় আহত ১৫

ঝিনাইদহে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে আমজনতা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদাহ

ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এ বিক্ষোভে যানচলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছে আমজনতা।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে পরিবহন শ্রমিকরা ঝিনাইদহ শহরে সড়ক অবরোধ করেন।

জানা যায়, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মাইক্রো-কার শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ওয়ালিয়ার রহমানকে খাঁনকে শহরের আরাপপুর জমতলা এলাকায় একদল দুর্বৃত্তরা পিটিয়ে জখম করে। এ কথা ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকরা ঘটনা স্থলে আসে এবং সাথে সাথে মিছিল করে সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে।

ওলিয়ারের সমর্থকরা শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ ও বাসটার্মিনাল এলাকায় রাস্তার উপরে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। ফলে যাত্রীরা চরম ভোগান্তি ও বিপাকে পড়ে।

পরে ঝিনাইদহ সদর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনার পর থেকে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাস কাউন্টার এলাকা ও শ্রমিক অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!