খুলনা, বাংলাদেশ | ৪ আষাঢ়, ১৪৩১ | ১৮ জুন, ২০২৪

Breaking News

  খুলনা- সাতক্ষীরা মহাসড়কে চুকনগরে মটরসাইকেল-ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় মৃত বেড়ে ১৫, আহত ৬০
  নেপালকে হারিয়ে ১৭ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
  ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে রুহুল আমিন (৯) নামে এক শিশু। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নিত্যনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের বাপ্পি আহম্মেদের ছেলে ও একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের এক বাড়িতে খানা খেয়ে ফেরার পথে সড়কের ওপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি সড়কেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ জানান, শিশুটির মাথায় ও মুখে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!