খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহে মহানবী (সঃ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার শেখপাড়া ধর্মপ্রাণ ও নবীপ্রেমী মুসলমানরা বিভিন্ন ব্যানারে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। এসময় ফ্রান্সের ফরাসি প্রেসিডেন্টের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ফরাসী পণ্য বয়কট করতে মুসলমানদের আহ্বান জানানো হয়েছে।

সমাবেশটি শেখপাড়া বাজার হইতে ইসলামী বিশ্ববিদ্যালয় এর গেট থেকে ঘুরে পুনরায় শেখপাড়া বাজারে প্রদক্ষিণ করে। এতে ধর্মপ্রাণ মুসুল্লিরা ছাড়াও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বয়কট করা হবে বলে জানান তারা।

এ সময় তারা জানান সারা বিশ্বের মুসলিমরা প্রিয় নবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচী পালন ও ফরাসী পণ্য বর্জন করলে ফ্রান্স এর সঠিক জবাব পাবে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন ইসলামি সংগঠন ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানরা।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!