ঝিনাইদহে ভোগান্তি নিরসনে পৌর সভায় স্মারকলিপি প্রদান করেছে কলাবাগান এলাকাবাসী। পৌরসভার নাগরিকদের জীবনমান দুর্বিসহ হয়ে উঠছে। পৌর কর ও ট্যক্স পরিশোধ করেও অনুন্নত পরিবেশ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।
প্রায় একযুগ নির্বাচন বিহীন ঝিনাইদহ পৌরসভায় পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাজের কোন গতি নেই। নগরবাসি অভাব অভিযোগ দেওয়ার জায়গা পাচ্ছেন না। কারণ পৌর প্রশাসক সব সময় অফিসে থাকেন না। কাউন্সিলরদের কাছে গেলে তারা অসহায়ত্বের কথা জানিয়ে দিচ্ছেন। ফলে প্রায় পাড়া মহল্লায় দেখা যাচ্ছে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা নিজেরাই মেরামত করে নিচ্ছেন।
রবিবার (১০ এপ্রিল) সকালের দিকে ঝিনাইদহ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দারা স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ পৌর প্রশাসকের কাছে। পৌরসভার সচিব নুর মোহাম্মদ প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন।
খুলনা গেজেট/কেএ