কালীগঞ্জে হোটেল ধানসিঁড়ি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির অভিযোগে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও র্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির অপরাধে শহরের ধানসিঁড়ি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিষ্টান্ন ভান্ডারের মালিক আমিন কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম নুরুন্নবী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম নুরুন্নবী জানান, পচা, বাসি অস্বাস্থ্যকর খাবার মজুদ রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে। এটা একটি চলমান প্রক্রিয়া । এ ধরনের কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের সাবধান হতে বলা হচ্ছে । ভবিষতে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন। অভিযান ৬ পিস গ্রিল করা চিকেন জব্দ করে নষ্ট করা হয়।