ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মিরাজ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-৬। মিরাজ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আনসার মোল্ল্যার ছেলে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ভুক্তভোগী একজন ১৪ বছর বয়সী কিশোরী। আসামি একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে ভুক্তভোগীকে আগে থেকেই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিল। আসামি বিবাহিত হওয়ায় ভুক্তভোগী তার প্রস্তাবে রাজী হয়নি। গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ভুক্তভোগী পিকনিকে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। এ সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামিসহ তার দুই বন্ধু তাকে জোরপূর্বক তার বান্ধবীর বাড়ির পাশে হায়দার আলীর আম বাগানে নিয়ে যায়। এ সময় জোর জবরদস্তির এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। এতে ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসামি ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি সে তার পরিবারকে জানালে বাবা বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি ঝিনাইদহের সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় উক্ত ধর্ষণ চেষ্টা মামলার প্রধান পলাতক আসামি মিরাজকে ঝিনাইদহের সদর থানা আড়ুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতার আসামিকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্থান্তর করা হয়।