খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

ঝিনাইদহে গাঁজা ও বিদেশি মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন মহেশপুর থানার বড়বাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন গয়েশপুর গ্রামস্থ জনৈক ফজর আলীর চায়ের দোকান (জীবন স্টোর) সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ৬ কেজি ৯শ’ গ্রাম গাঁজা ও ৫০০ মিলি বিদেশি মদসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরে আটককৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!